ডিজেল পাওয়ার প্লান্ট

ডিজেল পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে জানুন বিস্তারিত

যে শক্তি প্রকল্পে বৈদ্যুতিক জেনারেটরকে ঘুরাবার জন্য প্রাইমমুভার হিসেবে ডিজেল ইঞ্জিন করা হয় একে ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলা হয়।
ডিজেল ইউনিট ছোট, মধ্যম এবং অধিক ক্ষমতা সম্পন্ন হতে পারে এবং সহজেই স্থানান্তরযোগ্য বলে এই প্ল্যান্টকে যেখানে সেখানে স্থাপন করা যায়।
একে কেন্দ্রিয় মূল এবং অত্যাধিক চাহিদা বহনকারী স্টেশন হিসেবে ব্যবহার করা যায়। অপরদিকে একই শক্তি বিশিষ্ট প্ল্যান্টে অন্যান্য প্ল্যান্টের তুলনায় ডিজেল জ্বালানি দাম বেশি অথচ তা হতে উৎপাদিত শক্তির মাত্রা কম পাওয়া যায়। তাছাড়া ডিজেল শক্তি উৎপাদন কেন্দ্রের অত্যাধিক লোডে চালানো যায় না এবং যে দেশে পেট্রলিয়াম খনি নেই, সেই দেশে ডিজেল ইউনিট চালানো ব্যয়বহুল ব্যাপার।

Post a Comment

0 Comments